কোরআন প্রতিযোগিতায় আবারও বিশ্বজয় অর্জন করেছেন হাফেজ ক্বারি আবু রায়হান।

 

সেনেগালে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ কুয়ারি আবু রায়হান। এই প্রতিযোগিতায় তিনি ৩০টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) কুয়ারি আবু রায়হান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, "আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আফ্রিকার সেনেগালের ভূমিতে লাল সবুজের বিশ্বজয়, ৩০ দেশকে পেছনে ফেলে আবু রায়হানের বিজয়।"

তিনি আরও বলেছেন, "এ প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি ১০ মিলিয়ন ফ্রাঙ্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলারের পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশী টাকায় ১৯ লাখ টাকা।"

এর আগে, ২০১৮ সালে কাতারে তিজান আন নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় কুয়ারি আবু রায়হান চিহ্নিত হয়েছেন।

কুয়ারি আবু রায়হানের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজারে। তার কোরআন পড়ার সূচনা হয় আড়াইহাজারের বল্লভদী আল ইসরাহ একাডেমী মাদ্রাসায় মুফতি আবদুল কাইয়ুম কর্তৃক। তিনি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লারের ছাত্র।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমাদ। বশির ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবদুর রশিদ।

Post a Comment

Previous Post Next Post