বিতর্কিত বিজ্ঞাপনে কাজ করে এবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ হারালো জীবন
বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কের জেরে এবার সাইবার হামলায় Facebook Account ও Page হারিয়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন।
গত ২৪ জুন, সাইবার ৭১ ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে অভিনেতা শিমুল শর্মার ফেসবুক প্রোফাইলের ছবি শেয়ার করে লেখা হয়, "অবশেষে শরাফ আহমেদ জীবনের অফিসিয়াল পেজটি আউট। নেক্সট দাদু, অপেক্ষা।"
এর আগে, গত ১১ জুন সাইবার ফোর্স নামে ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে বলা হয়, "শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়া হলো...
শরাফ আহমেদ জীবন, যিনি "ব্যাচেলর পয়েন্ট" নাটকের একজন জনপ্রিয় অভিনেতা, সম্প্রতি একটি কোমলপানীয়র বিজ্ঞাপনে অংশ নেওয়ায় বিতর্কের সম্মুখীন হন। এই বিতর্কের প্রেক্ষিতে তার ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। যদিও শরাফ আহমেদ জীবন পরে ফেসবুকে পোস্ট করে জানান যে তিনি ইসরাইলের পক্ষে কোনো অবস্থান নেননি এবং তিনি সবসময় ন্যায়ের পক্ষে ও মানবতার পাশে আছেন এবং থাকবেন।
এই ঘটনায় শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অনেকে উল্লেখ করেছেন।
Tags
Entertainment