ঢাবিতে যেতে চাইব না, শিক্ষার্থীদের দেখলেই মনে হবে এরা রাজাকার: জাফর ইকবাল


 ড. জাফর ইকবাল এর ছবি 

 কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানে মর্মাহত হয়েছেন শিক্ষাবিদ, লেখক মুহম্মদ জাফর ইকবাল। তার হাতে লেখা এ সংক্রান্ত একটি চিরকুট আজ মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুকে ছড়িয়েছে। যা তিনি লিখেছেন গতকাল সোমবার।

জাফর ইকবালের লেখা চিঠি

এই চিরকুটের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাফর ইকবাল। তাতে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‍‍‌‌’রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?

গণমাধ্যমকে জাফর ইকবাল জানিয়েছেন, কোটা সংস্কার করতে হবে, তিনি এই বিষয়টাকে সমর্থন করেন। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করেন না।


Post a Comment

Previous Post Next Post