এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

 এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি 



কোটা সংস্কার আন্দোলন গীড়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়্ন্ত্রণ কমিটি। আগামী ১১ আগস্ট রোববার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও জানানো হয়। তবে মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নতুন সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে, আজ বৃহস্পতিবার আগামী ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার কথা জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
প্রসঙ্গত, দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ গত ২৫ জুলাই আজ ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
এর আগে, গত ১৮ জুলাই প্রথমবারের মতো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে একযোগে সব শিক্ষা বোর্ডের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
tag: HSC rutin, এইচএসসি পরিক্ষার রুটিন,

Post a Comment

Previous Post Next Post