অবশেষে তামিম ও সাকিব যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন

  ক্রিকেটার তামিম ও সাকিব 

 দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাকে মাঠে দেখা গেছে। জাতীয় দলের জার্সিতে তাকে আবার কবে দেখা যাবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে তিনি শিগগিরই ক্রিকেটে ফিরে আসছেন। বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের মালিক তামিম ইকবাল যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন। একই টুর্নামেন্টে অংশ নেবেন সাকিব আল হাসানও।


আগামী ৪ অক্টোবর শুরু হবে এনসিএলের আসর, যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এই ৬০ বলের টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দল। তামিম ইতোমধ্যেই টুর্নামেন্টে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এনসিএলের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তামিম নিজেই এই খবর নিশ্চিত করেছেন।



Post a Comment

Previous Post Next Post