ফজরের সুন্নতের কাযা যোহরের আগে পড়ে নিলে আরবিতে নিয়ত কিভাবে হবে

 *প্রশ্ন: ফজরের সুন্নতের কাযা যোহরের আগে পড়ে নিলে আরবিতে নিয়ত কিভাবে হবে?*


*উত্তর:* কাযা নামাযের নিয়তের ক্ষেত্রে স্বাভাবিক নামাযের নিয়তের মত নিয়ত করলেই আদায় হয়ে যাবে, সেটা মুখে হোক কিংবা মনে মনে হোক। কেউ উচ্চারণ করতে চাইলে এভাবেও করতে পারেন: 


*نَوَايْتُ اَنْ اَنْ اَقْضِيَ لِله تَعَالَى ركْعتَي صلاةِ الفجرِ الْفائِتَةِ سنة رسول الله تعالى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَر*


*_নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তায়ালা- রাকআতাই সালাতিল ফাজরিল ফাইতাতি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি – আল্লাহু আকবার।_*


*উত্তর প্রদানে:*

_মাওলানা খায়রুল হুদা খান_।

_ইমাম ও খতিব শাহজালাল ম্যানচেস্টার মসজিদ ইউকে।_

Post a Comment

Previous Post Next Post