আবারো সপ্তাহব্যাপী কর্মসূচির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ছবি:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
 সপ্তাহব্যাপী কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ শুরু হতে যাচ্ছে।

আজ বিকেলে রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে, সারা দেশে যেসব স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়ার ঘটনা ঘটেছে, সেসব স্থানে ‘রোডমার্চ’ করা হবে। রোডমার্চ শেষে নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে, এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছে।


শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়া, প্রশাসন ও বিচার বিভাগে দোষীদের বিচারের আওতায় আনা—এই ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করবেন।


Post a Comment

Previous Post Next Post