১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

 

ছবি: কারাবন্দী আনিসুল হক ও সালমান এফ রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন।

গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘটিত হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানায় করা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।


এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) নিয়ে যাওয়া হয়।

এদিকে, আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর বিএনপিপন্থী আইনজীবীরা তাদের উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন এবং বিভিন্ন স্লোগান দেন। আদালতের প্রধান ফটকের সামনেও বিক্ষোভ চলে।

অপরদিকে, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়। আদালতে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়।


 জানা গেছে, সালমান এফ রহমান ও আনিসুল হক ডিবি কার্যালয়ের হাজতখানায় রাতভর ছিলেন, যেখানে তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। তাদেরকে সাধারণ আসামিদের মতোই আচরণ করা হয় এবং স্বাভাবিক খাবার দেওয়া হয়।

প্রসঙ্গত, নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর রাত ১০টার দিকে তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।


Post a Comment

Previous Post Next Post