কুরআন নাজিলের ইতিহাস প্রশ্ন ও উত্তর


 প্রশ্ন: হেরাগুহায় অবস্থানকালে রসূল -এর নিকট খাবার নিয়ে যেতেন কে? উত্তর: হযরত খাদিজা (রা.)।

প্রশ্ন: আল কুরআনের অবতরণ সমাপ্ত হয় কখন?

উত্তর: ১০ম হিজরির সফর মাসে।

উত্তর: আল কুরআন হিজরিপূর্ব ১৩ সনে (৬১০ খ্রিষ্টাব্দ) রমজান মাসে লাইলাতুল কদরে সর্বপ্রথম নাযিল হয়।

প্রশ্ন: আল কুরআন কত হিজরি সনে অবতীর্ণ শেষ হয়?

প্রশ্ন: আল কুরআন কত হিজরি পূর্বে নাযিল হয়?

উত্তর: হিজরি ১১ সনে (৬৩২ খ্রিষ্টাব্দ) সফর মাসে অবতীর্ণ শেষ হয়।

প্রশ্ন: আল কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত কোনটি?

উত্তর: সূরা আলাকুের প্রথম ৫ আয়াত।

প্রশ্ন: আল কুরআন আরবি ভাষায় নাযিল হওয়ার কারণ কী?

উত্তর: মহানবী -এর ভাষা আরবি ছিল বিধায়।

প্রশ্ন: কত বছর ধরে আল কুরআন নাযিল হয়?

উত্তর: সুদীর্ঘ ২৩ বছর ধরে।

প্রশ্ন: আল কুরআনের বাণী রসূল -এর কাছে কে নিয়ে আসতেন?

উত্তর: হযরত জিবরাঈল (আ.)।

প্রশ্ন: সম্পূর্ণ কুরআন কোন রাতে অবতীর্ণ হয়?

উত্তর: মহিমান্বিত কদরের রাতে।

 প্রশ্ন: সর্বপ্রথম কোন সূরা নাযিল হয়? উত্তর: সূরা আল আলাক্ব।

প্রশ্ন: আল কুরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরা কোনটি?

উত্তর: সূরা আল ফাতিহা।

প্রশ্ন: সর্বশেষ কোন সূরা নাযিল হয়?

উত্তর: সূরা আন নাসর।


Post a Comment

Previous Post Next Post