ছবি: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আদালত থেকে নির্দেশনা পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাকে দেশের আইন-আদালত যদি তাকে (শেখ হাসিনা) ফেরত আনার ব্যবস্থা করতে বলে, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব। তবে ফেরত দেয়ার বিষয়টি নির্ভর করছে দিল্লির ওপর।’
শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।