বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চান। অন্যদিকে, বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে তারা সাংবাদিকদের এ কথা জানান।
জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, "দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কীভাবে বাংলাদেশ ও চীন আরও কাছাকাছি এসে একসঙ্গে কাজ করতে পারি, শিক্ষা, সংস্কৃতি এবং উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারি, সে ব্যাপারে আলোচনা হয়েছে।" এছাড়াও, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমাকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।