প্রধান উপদেষ্টার ও সেনাপ্রধানের হটাৎ সৌজন্য সাক্ষাৎ

 

ছবি: সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (১৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, আজ (রবিবার) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা কুশলাদি বিনিময় করেন এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান। এসময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Post a Comment

Previous Post Next Post