ফিলিস্তিনকে সহায়তায় সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

ফিলিস্তিনকে সহায়তায় সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

ছবি: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনের নির্যাতিত ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। তাদের মানবাধিকার রক্ষায় সকলে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে, বিশেষ করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের সহায়তায় সমবেত হতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত "পয়েট্রি ফর প্যালেস্টাইন" শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, "ফিলিস্তিন আমাদের হৃদয়ে মিশে আছে। আমরা তাদের প্রতি সহমর্মী এবং তাদের ন্যায্য সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন জানাই।"

 

তিনি ফিলিস্তিনে চলমান গণহত্যা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, "ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধদের কান্না সত্ত্বেও বিশ্ব এখনো নির্বিকার। সবাই যেন চুপ হয়ে বসে আছে।"

ড. খালিদ বলেন, "ফিলিস্তিন একটি পবিত্র ভূমি, যেখানে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস বা মসজিদুল আকসা অবস্থিত, এবং বহু নবী ও রাসুলের সমাধি রয়েছে। এই পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় মুসলিম বিশ্বকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।"

অনুষ্ঠানে ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালী, মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান মঞ্জু এবং মেজর জেনারেল এহতেশামুল হক বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। পরে, নির্বাচিত কবিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন ধর্ম উপদেষ্টা।

Post a Comment

Previous Post Next Post