অভিজ্ঞতা ২
প্রশ্ন-১. তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাজনিত বিভিন্ন ঝুঁকিকে কী বলে?
উত্তর: তথ্য ঝুঁকি।
প্রশ্ন-২. বিভিন্ন সাইবার অপরাধ থেকে নিজেকে এবং ব্যক্তিগত তথ্য বা সিস্টেমকে নিরাপদ রাখার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: সাইবার নিরাপত্তা।
প্রশ্ন-৩. পরিচিত বা বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রলোভন দেখিয়ে গোপনীয় তথ্য বা আর্থিক ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়াকে কী বলে?
উত্তর: ফিশিং।
প্রশ্ন-৪. একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হলে প্রথমে কী জানা দরকার?
উত্তর: ওয়েবসাইটের ঠিকানা বা ওয়েব অ্যাড্রেস।
প্রশ্ন-৫. বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েব অ্যাড্রেস কী?
উত্তর: www.nctb.gov.bd |
প্রশ্ন-৬. অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত সেলুলার ফোনকে কী বলে? উত্তর: স্মার্টফোন।
প্রশ্ন-৭. কম্পিউটার ডিভাইস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র সামগ্রীকে কী বলে?
উত্তর: হার্ডওয়্যার।
প্রশ্ন-৮. ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোন ধরনের সফটওয়্যার তৈরি করা হয়? উত্তর: অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
প্রশ্ন-৯. পিনকোড সাধারণত কয় অংকের হয়ে থাকে? উত্তর: ৪ অংকের
প্রশ্ন-১০. ডিজিটাল পদ্ধতিতে ব্যবহৃত উপাত্তসমূহকে কী বলা হয়?
উত্তর: ডিজিটাল উপাত্ত।
প্রশ্ন-১১. কোনো তথ্য সম্পর্কিত আরো তথ্যকে কী বলে?
উত্তর: অধিতথ্য বা মেটাডেটা।
প্রশ্ন-১২. তথ্যের রেফারেন্স বা মূল উৎস ব্যবহার করার কারণ কী?
উত্তর: তথ্যের সত্যতা যাচাইকরণ।
প্রশ-১৩. মোবাইল ফোন, ই-মেইল, বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট কীসের উদাহরণ?
উত্তর: ডিজিটাল যোগাযোগ মাধ্যম।
প্রশ-১৪. কোন ধরনের ডিজিটাল যোগাযোগ মাধ্যমে মানুষ বন্ধু তৈরি ও একে অপরের সাথে যুক্ত হয়ে একটি সামাজিক সম্প্রদায় তৈরি করে?
উত্তর: সামাজিক যোগাযোগ মাধ্যম।
প্রশ্ন-১৫. মৌখিক উপস্থাপনার মাধ্যমে একজন বক্তা কোনো বিষয় সম্পর্কে তার নিজস্ব মতামত ও চিন্তা ধারণা শ্রোতাদের সামনে তুলে ধরাকে কী বলে?
উত্তর: বক্তৃতা।
প্রশ্ন-১৬. বিদেশ ভ্রমণের সরকারি অনুমতিপত্রকে কী বলে?
উত্তর: পাসপোর্ট।
প্রশ্ন-১৭. ডিজিটাল জগতে কোনো ব্যক্তির উপস্থিতি বা কার্যক্রমের ইতিহাসকে কী বলে?
উত্তর: ডিজিটাল ফুটপ্রিন্ট।
প্রশ্ন-১৮. পাঠ্যবইয়ে উল্লেখিত কিশোর-কিশোরীদের ব্যবহার উপযোগী ওয়েবসাইটটিকে কী বলে?
উত্তর: কিশোর বাতায়ন।
প্রশ্ন-১৯. ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্য তৈরি এবং বিশ্লেষণ করার ক্ষমতাকে কী বলে?
উত্তর: ডিজিটাল লিটারেসি।
প্রশ্ন-২০. কীসের মাধ্যমে একজন ব্যক্তি দেশের নাগরিক হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার লাভ করে?
উত্তর: নাগরিক সনদ বা পরিচয়পত্র। 1
প্রশ্ন-২১. একটি শিশু জন্মের পর দেশের সরকারি খাতায় প্রথম নাম লেখানোর মাধ্যমে প্রাপ্ত সনদকে কী বলে?
উত্তর: জন্ম নিবন্ধন সনদ।
প্রশ্ন-২২. আগে থেকেই কোনো অপরাধের সম্ভাবনা থানায় জানিয়ে রাখার লিখিত বিবরণকে কী বলে?
উত্তর: জিডি।
অভিজ্ঞতা ৩
প্রশ্ন-১. রাষ্ট্র বা সরকার কর্তৃক তার নাগরিকদের প্রদান করা বিভিন্ন ধরনের সেবাকে কী বলে?
উত্তর: নাগরিক সেবা।
প্রশ্ন-২. ইন্টারনেট ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয় ও অর্থ আদান-প্রদান করাকে কী বলে?
উত্তর: ই-কমার্স।
প্রশ্ন-৩, ডিজিটাল কপির অপর নাম কী?
উত্তর: সফট কপি।
প্রশ্ন-৪. সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে যে সেবাসমূহ পাওয়া যায় তাকে কী বলা হয়?
উত্তর: নাগরিক সেবা।
প্রশ্ন-৫. ওয়েবসাইট ব্যবহার বা অ্যাক্সেস করতে কোনটি প্রয়োজন?
উত্তর: ইন্টারনেট।
প্রশ্ন-৬. কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে যে সকল পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে, ঐ সকল পণ্যকে কী বলে?
উত্তর: ই-কমার্স পণ্য।
প্রশ্ন-৭. নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের যোগাযোগকে কী বলে?
উত্তর: সামাজিক যোগাযোগ।
প্রশ্ন-৮. একজন প্রতিষ্ঠাতা, মালিক বা একটি বাণিজ্যিক উদ্যোগের সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডারদের কী বলে?
উত্তর: ব্যবসায়ী।
প্রশ্ন-৯. কোনো পণ্য বা পরিষেবার চূড়ান্ত ব্যবহারকারীকে কী বলে?
উত্তর: ভোক্তা।
প্রশ্ন-১০. নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে কী বলা হয়?
উত্তর: টার্গেট গ্রুপ।
প্রশ্ন-১১. কোনো একটি সুনির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির কারণকে কী বলে?
উত্তর: প্রেক্ষাপট।
প্রশ্ন-১২. ইলেকট্রনিক পেমেন্টকে কী বলা হয়?
উত্তর: ডিজিটাল পেমেন্ট।
প্রশ্ন-১৩. মানুষের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তৈরিকৃত সম্পদকে কী বলে?
উত্তর: বুদ্ধিবৃত্তিক সম্পদ।
প্রশ্ন-১৪. কনটেন্টের মূল স্রষ্টাকে সিদ্ধান্ত দেওয়ার একক ও অনন্য অধিকার প্রদানের ক্ষমতাকে কী বলে?
উত্তর: মেধাস্বত্ব।
প্রশ্ন-১৫. বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণার জন্য ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: পোস্টার।
প্রশ্ন-১৬. ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যারের নাম কী?
উত্তর: এডোবি ইলাস্ট্রেটর।
প্রশ্ন-১৭. সাহিত্যকর্ম, চিত্রকর্ম বা সংগীত ইত্যাদিকে কী বলে?
উত্তর: সৃজনশীল কনটেন্ট।
প্রশ্ন-১৮. কোন টুলের সাহায্যে সোজা ও আঁকাবাঁকা লাইন তৈরি করা যায়? উত্তর: Pen Tool।
অভিজ্ঞতা ৪
প্রশ্ন-১. বাইনারি সংখ্যা প্রতীকগুলো কী কী?
উত্তর: ০৩১।
প্রশ্ন-২. কম্পিউটারের ভাষায় ০ ও ১ সংখ্যা দুটিকে কী বলে?
উত্তর: বাইনারি সংখ্যা।
প্রশ্ন-৩. ইলেকট্রনিক ডিভাইস চালু বোঝাতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয়?
উত্তর: বাইনারি সংখ্যা ১
প্রশ্ন-৪. কম্পিউটারে তথ্য প্রদান বা নির্দেশনা দেওয়াকে কী বলে?
উত্তর: ইনপুট।
প্রশ্ন-৫. ইনপুট ও আউটপুটের তথ্যকে টেবিলে প্রদর্শন করাকে কী বলে?
উত্তর: ট্রুথ টেবিল।
প্রশ্ন-৬. কোন লজিক্যাল অপারেশনে দুটি ইনপুটের মধ্যে যেকোনো একটি ইনপুট মান ১ হলে আউটপুট ১ হয়, সেটি কোন লজিক্যাল?
উত্তর: লজিক্যাল অর (Logical OR)।
প্রশ্ন-৭. কম্পিউটারের নিজস্ব ভাষা কোনটি? উত্তর: মেশিন কোড। প্রশ্ন-৮. মেশিন কোড কোন দুটি সংখ্যা বুঝতে পারে?
উত্তর: ০ ও ১।
প্রশ্ন-৯. কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাগুলো কোন কোডে রূপান্তরিত হয়?
উত্তর: বাইনারি কোডে।
প্রশ্ন-১০. পাইথন প্রোগ্রামিং কোড তৈরি করেন কে?
উত্তর: গুইডো ভ্যান রোসাম।
প্রশ্ন-১১. প্রোগ্রামিং-এর সবগুলো নির্দেশনা একসাথে মেশিন কোডে রূপান্তরিত করে কোনটি?
উত্তর: কম্পাইলার।
প্রশ্ন-১২. পাইথন প্রোগ্রামিং-এর এক একটি লাইনকে কী বলে?
উত্তর: স্টেটমেন্ট।
প্রশ্ন-১৩. পাইথন প্রোগ্রামিং-এর আউটপুট ফাংশন কোনটি?
উত্তর: print()।
প্রশ্ন-১৪. প্রোগ্রামিংয়ে তথ্য জমা রাখতে ব্যবহারকারী যে নাম দেয় তাকে কী বলে?
উত্তর: ভ্যারিয়েবল।
প্রশ্ন-১৫. ভ্যারিয়েবল নামকরণে দুটি শব্দের মাঝখানে অবশ্যই কোনটি ব্যবহার করতে হবে?
উত্তর: আন্ডারস্কোর (_)।
প্রশ্ন-১৬. পাইথন প্রোগ্রামিংয়ে int, float, str, bool ইত্যাদিকে কী বলে?
উত্তর: ডেটা টাইপ।
প্রশ্ন-১৭. পূর্ণসংখ্যা জাতীয় ডেটা টাইপকে কী বলে?
উত্তর: ইন্টিজার (int)।
প্রশ্ন-১৮. দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কী ডেটাটাইপ বলে?
উত্তর: ফ্লোটিং (float) |
অভিজ্ঞতা ৫
প্রশ্ন-১. দুই বা ততোধিক বস্তুর মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থাকে কী বলে?
উত্তর: নেটওয়ার্ক।
প্রশ্ন-২. একটি কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য কমপক্ষে কয়টি কম্পিউটার প্রয়োজন হয়?
উত্তর: দুইটি।
প্রশ্ন-৩. পৃথিবীর সর্ববৃহৎ কম্পিউটার নেটওয়ার্কের নাম কী?
উত্তর: ইন্টারনেট।
প্রশ্ন-৪. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা প্রদান করার প্রযুক্তিকে কী বলে?
উত্তর: ক্লাউড কম্পিউটিং।
প্রশ্ন-৫. নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: ডেটা কমিউনিকেশন।
প্রশ্ন-৬. যেখান থেকে ডেটা বা উপাত্ত তৈরি হয় তাকে কী বলে?
উত্তর: সোর্স বা উৎস।
প্রশ্ন-৭. কোন ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা স্থানান্তর করা হয়?
উত্তর: ফাইবার অপটিক ক্যাবল।
প্রশ্ন-৮. যে ডেটা ট্রানমিশন মোডে ডেটা শুধু একদিকে চলাচল করতে পারে তাকে কী বলে?
উত্তর: সিমপ্লেক্স মোড।
প্রশ্ন-৯. মোবাইল ফোনে যোগাযোগ কোন ধরনের ডেটা কমিউনিকেশন মোড়?
উত্তর: ফুল-ডুপ্লেক্স।
প্রশ্ন-১০. বিভিন্ন ধরনের ব্যক্তিগত নেটওয়ার্ককে কী বলা হয়?
উত্তর: পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক।
প্রশ্ন-১১. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি সাধারণত কত কি. মি. হয়ে থাকে?
উত্তর: ১০ থেকে ৩০ কি. মি.।
প্রশ্ন-১২. অধিক দূরত্বে তথ্য পাঠানোর জন্য কোন নেটওয়ার্ক বেশি উপযোগী?
উত্তর: তারবিহীন নেটওয়ার্ক।
প্রশ্ন-১৩. মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, স্যাটেলাইট যোগাযোগ ইত্যাদি কোন ধরনের নেটওয়ার্ক?
উত্তর: তারবিহীন নেটওয়ার্ক।
প্রশ্ন-১৪. ভৌগলিক বিস্তৃতির ভিত্তিতে ইন্টারনেট কোন ধরনের নেটওয়ার্ক?
উত্তর: ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
প্রশ্ন-১৫. কম্পিউটারের ভাষায় ০ এবং ১ সংখ্যা দুইটিকে কী বলা হয়?
উত্তর: বিট।
প্রশ্ন-১৬. একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে গড়ে যত বিট ডেটা চলাচল করতে পারে, সেটিকে কী বলে?
উত্তর: ব্যান্ডউইথ।
প্রশ্ন-১৭. নেটওয়ার্কের কর্মক্ষমতা ধীর হওয়ার কারণ কী?
উত্তর: নেটওয়ার্ক কনজেশন।
প্রশ্ন-১৮. ১ বাইট সমান কত বিট?
উত্তর: ৮ বিট।
প্রশ্ন-১৯. এক হাজার বাইটের সমন্বয়ে গঠিত ডেটা পরিমাপের একককে কী বলে?
উত্তর: কিলোবাইট।
প্রশ্ন-২০. ডেটা প্যাকেট তার গন্তব্যের দিকে কোন পথে যাবে তা নির্ধারণ করে কোন নেটওয়ার্কিং ডিভাইস?
উত্তর: রাউটার।
প্রশ্ন-২১. ডেটা প্যাকেটকে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে দেয় কোন ডিভাইস?
উত্তর: হাব।
প্রশ্ন-২২. কম্পিউটার শুধু কোন সংকেত বুঝতে পারে?
উত্তর: ডিজিটাল সংকেত।
প্রশ্ন-২৩. মডেমের কোন অংশ ডিজিটাল ডেটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে?
উত্তর: মডুলেটর।
প্রশ্ন-২৪. নেটওয়ার্কের দুর্বল সিগন্যালকে পুনরায় সবল করার জন্য ব্যবহৃত ডিভাইসটির নাম কী?
উত্তর: রিপিটার।
প্রশ্ন-২৫. মাইক্রোসফট কোম্পানির আবিষ্কৃত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি সাম্প্রতিক সংস্করণ কোনটি?
উত্তর: Windows 11।
প্রশ্ন-২৬. দুই প্রান্তে RJ45 কানেক্টর সংযুক্ত ক্যাবলকে কী বলে? উত্তর: RJ45 ক্যাবল।
প্রশ্ন-২৭. ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে ব্যবহৃত কম্পিউটারসমূহকে কী বলে?
উত্তর: PC বা Personal Computer ।
K.M MARUF AHMED
Assistant Teacher
Ar- Raiyan International School
Click to view biography