গাজার ‘প্রধানমন্ত্রী’ ইহসাম দা-লিসকে হ'ত্যা করেছে ইসরায়েল

 

ছবি: গাজার প্রধানমন্ত্রী ইহসাম দা-লিস

দখলদার ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইহসাম দা-লিসকে হ'ত্যা করেছে।

সোমবার মধ্যরাতে গাজাজুড়ে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় ইহসাম দা-লিস নিহত হন। গাজায় তিনি ‘সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ’ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা মূলত প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের হামলায় ইহসাম দা-লিস ছাড়াও নিহত হয়েছেন গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা হামাস সরকারের পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম তদারকি করতেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস সরকারের এই চার শীর্ষ নেতাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। আইডিএফ আরও বলেছে, এই হামলায় হামাসের মধ্যম সারির কমান্ডারদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক প্রশাসনে বড় ধরনের আঘাত হানা— যাতে তারা নিয়ন্ত্রণ হারায় এবং ইসরায়েলের জন্য কোনো হুমকি হয়ে না ওঠে।

এর আগে, ২০২৪ সালের জুলাই মাসে গাজার সাবেক প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাকে হত্যা করেছিল ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইহসাম দা-লিস।

দখলদার ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, যদি হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি না দেয়, তবে গাজায় এ ধরনের হামলা আরও চালিয়ে যাবে। সোমবার রাতে ঘুমন্ত মানুষের ওপর চালানো বর্বরোচিত এই বোমা হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


Post a Comment

Previous Post Next Post