নিচে ৮০ টি গুরুত্বপূর্ণ ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
★ ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ★
১. ইসলামের মৌলিক স্তম্ভ কয়টি?
উত্তর: ৫টি (শাহাদাহ, সালাত, সাওম, জাকাত, হজ)।
২. কুরআনুল কারিম কত সালে নাজিল হয়?
উত্তর: ৬১০ খ্রিস্টাব্দে (মহানবী (সা.)-এর ৪০ বছর বয়সে)।
৩. কুরআনের প্রথম সূরার নাম কী?
উত্তর: সূরা আল-ফাতিহা।
৪. কুরআনের দীর্ঘতম সূরার নাম কী?
উত্তর: সূরা আল-বাকারাহ (২ নম্বর সূরা, ২৮৬ আয়াত)।
৫. কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উত্তর: সূরা আল-কাওসার (১০৮ নম্বর সূরা, ৩ আয়াত)।
৬. ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
উত্তর: হযরত আবু বকর (রা.)।
৭. ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন?
উত্তর: হযরত উমর ইবন খাত্তাব (রা.)।
৮. ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন?
উত্তর: হযরত উসমান ইবন আফফান (রা.)।
৯. ইসলামের চতুর্থ খলিফা কে ছিলেন?
উত্তর: হযরত আলী ইবন আবি তালিব (রা.)।
১০. ইসলামের প্রথম যুদ্ধ কোনটি?
উত্তর: বদর যুদ্ধ (২ হিজরি, ৬২৪ খ্রিস্টাব্দ)।
১১. বদর যুদ্ধে মুসলমানদের সেনা সংখ্যা কত ছিল?
উত্তর: ৩১৩ জন।
১২. বদর যুদ্ধে কাফেরদের সেনা সংখ্যা কত ছিল?
উত্তর: প্রায় ১০০০ জন।
১৩. হিজরত কত সালে হয়েছিল?
উত্তর: ৬২২ খ্রিস্টাব্দে (১ হিজরি)।
১৪. রাসুল (সা.) কত বছর নবুওয়াত পেয়েছিলেন?
উত্তর: ৪০ বছর বয়সে।
১৫. হযরত মুহাম্মাদ (সা.) এর জন্মস্থান কোথায়?
উত্তর: মক্কা, সৌদি আরব।
১৬. রাসুল (সা.) এর মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তর: ৬৩২ খ্রিস্টাব্দ (১১ হিজরি)।
১৭. রাসুল (সা.) কোথায় সমাহিত হন?
উত্তর: মদিনার মসজিদে নববীতে।
১৮. ইসলামের দ্বিতীয় প্রধান উৎস কী?
উত্তর: হাদিস।
১৯. ইসলামের প্রথম শহীদ কে ছিলেন?
উত্তর: হযরত সামিয়া (রা.)।
২০. ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন?
উত্তর: হযরত বিলাল (রা.)।
২১. কুরআনের শেষ সূরার নাম কী?
উত্তর: সূরা আন-নাস (১১৪ নম্বর সূরা)।
২২. কুরআনের মধ্যে কতটি মক্কী সূরা রয়েছে?
উত্তর: ৮৬টি।
২৩. কুরআনের মধ্যে কতটি মাদানী সূরা রয়েছে?
উত্তর: ২৮টি।
২৪. কোন রাতে কুরআন অবতীর্ণ হয়?
উত্তর: লাইলাতুল কদর (শবে কদর)।
২৫. হযরত আদম (আ.) কে আল্লাহ কত ফুট উচ্চতা দিয়ে সৃষ্টি করেছেন?
উত্তর: ৬০ হাত (প্রায় ৯০ ফুট)।
২৬. ইসলামের প্রথম মসজিদের নাম কী?
উত্তর: কুবা মসজিদ।
২৭. মদিনার প্রথম নাম কী ছিল?
উত্তর: ইয়াসরিব।
২৮. ইসলামের প্রথম কিবলা কোনটি ছিল?
উত্তর: বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম)।
২৯. মসজিদে নববীর নির্মাণ কাজ কে শুরু করেন?
উত্তর: রাসুলুল্লাহ (সা.) স্বয়ং।
৩০. কোন হাদিস গ্রন্থকে ‘সহিহাইন’ বলা হয়?
উত্তর: সহিহ বুখারি ও সহিহ মুসলিম।
৩১. ইসলামের সর্বশেষ নবীর নাম কী?
উত্তর: হযরত মুহাম্মাদ (সা.)।
৩২. ইসলামে মোট নবীর সংখ্যা কতজন?
উত্তর: ১,২৪,০০০ জন (প্রায়)।
৩৩. মহানবী (সা.) এর পিতা-মাতার নাম কী?
উত্তর:
- পিতা: আবদুল্লাহ
- মাতা: আমিনা
৩৪. ইসলামে প্রধান ফেরেশতা কতজন?
উত্তর: ৪ জন।
- জিবরাইল (আ.) – ওহি পৌঁছান।
- মিকাইল (আ.) – বৃষ্টি ও রিজিক প্রদান করেন।
- ইসরাফিল (আ.) – কিয়ামতের শিঙ্গা বাজাবেন।
- আজরাইল (আ.) – মৃত্যুর ফেরেশতা।
৩৫. কাবা শরিফের গিলাফকে কী বলা হয়?
উত্তর: কিসওয়া।
৩৬. ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ কোনটি?
উত্তর: খন্দক যুদ্ধ (৫ হিজরি)।
৩৭. ইসলামের দ্বিতীয় যুদ্ধ কোনটি?
উত্তর: উহুদ যুদ্ধ (৩ হিজরি)।
৩৮. হিজরতে মহানবী (সা.)-এর সফরসঙ্গী কে ছিলেন?
উত্তর: হযরত আবু বকর (রা.)।
৩৯. ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস কোনটি?
উত্তর: মুহাররম।
৪০. পবিত্র কাবা শরিফ কে নির্মাণ করেন?
উত্তর: হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)।
৪১. ইসলামের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ রাত কোনটি?
উত্তর: লাইলাতুল কদর (শবে কদর)।
৪২. হযরত মুহাম্মাদ (সা.) কত বছর নবুওয়াতের দায়িত্ব পালন করেন?
উত্তর: ২৩ বছর।
৪৩. কোন হিজরি সালে কাবা শরিফের কিবলা পরিবর্তন করা হয়?
উত্তর: ২ হিজরি।
৪৪. পবিত্র কাবা শরিফের দরজার নাম কী?
উত্তর: বাব উল-কাবা।
৪৫. ইসলামের প্রথম শহীদ কে?
উত্তর: হযরত সামিয়া (রা.)।
৪৬. মদিনায় মসজিদে নববী কে নির্মাণ করেন?
উত্তর: রাসুলুল্লাহ (সা.) ও সাহাবাগণ।
৪৭. ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন?
উত্তর: হযরত বিলাল (রা.)।
৪৮. ইসলামের প্রথম নারী শহীদ কে ছিলেন?
উত্তর: হযরত সামিয়া (রা.)।
৪৯. প্রথম ওয়াহী (প্রকাশিত ওহি) কোনটি ছিল?
উত্তর: "ইকরা বিসমি রাব্বিকাল্লাযি খালাক" (সূরা আলাক, আয়াত ১)।
৫০. কুরআনের শেষ আয়াত কোনটি?
উত্তর: "আল-ইয়াওমা আকমালতু লাকুম দ্বীনাকুম" (সূরা মায়িদা, আয়াত ৩)।
৫১. ইসলামে সর্বপ্রথম যুদ্ধ কোনটি?
উত্তর: বদর যুদ্ধ।
৫২. বদর যুদ্ধ কত হিজরিতে হয়?
উত্তর: ২ হিজরি।
৫৩. ইসলামের প্রথম শহীদ পুরুষ কে ছিলেন?
উত্তর: হযরত ইয়াসির (রা.)।
৫৪. ইসলামে নারী দান-খয়রাতের জন্য কোন সম্পদের উপর জাকাত ফরজ?
উত্তর: স্বর্ণ ও রূপার উপর।
৫৫. কারবালার যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়?
উত্তর: ৬১ হিজরি।
৫৬. কারবালার যুদ্ধে কে শহীদ হন?
উত্তর: হযরত ইমাম হুসাইন (রা.)।
৫৭. হজরত মুহাম্মাদ (সা.) এর দুধমায়ের নাম কী?
উত্তর: হালিমা সাদিয়া (রা.)।
৫৮. পবিত্র কাবা শরিফ কোথায় অবস্থিত?
উত্তর: মক্কা, সৌদি আরব।
৫৯. হযরত মুহাম্মাদ (সা.) কতটি হিজরতে অংশগ্রহণ করেন?
উত্তর: ২টি – মদিনায় হিজরত ও তায়েফে হিজরত।
৬০. জাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ?
উত্তর: চতুর্থ।
৬১. মুসলমানদের প্রথম কিবলা কোনটি?
উত্তর: বায়তুল মুকাদ্দাস (আল-আকসা মসজিদ, জেরুজালেম)।
৬২. পবিত্র কাবার চারটি কোণের নাম কী?
উত্তর:
- রুকনে ইয়ামানি
- রুকনে শামি
- রুকনে ইরাকি
- রুকনে আসওয়াদ
৬৩. কুরআনে কতটি পারা আছে?
উত্তর: ৩০টি।
৬৪. কুরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত কোনটি?
উত্তর: আয়াতুদ্দাইন (সূরা বাকারা, আয়াত ২৮২)।
৬৫. কুরআনের কোন সূরাকে কুরআনের অন্তর বলা হয়?
উত্তর: সূরা ইয়াসিন।
৬৬. হযরত নূহ (আ.) এর কেমন নৌকা বানাতে বলা হয়েছিল?
উত্তর: বিশাল আকৃতির কাঠের নৌকা।
৬৭. কুরআনে কোন নবীর জীবনী সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে?
উত্তর: হযরত মূসা (আ.)।
৬৮. ইসলামে সর্বপ্রথম শাহাদাত বরণকারী শিশু কে ছিলেন?
উত্তর: হযরত ইবরাহিম (রা.) (ইমাম হুসাইনের শিশু পুত্র)।
৬৯. কুরআনের কোন সূরায় সবচেয়ে বেশি আল্লাহর নাম আছে?
উত্তর: সূরা মুজাদালা।
৭০. সূরা আন-নাস ও সূরা আল-ফালাককে একত্রে কী বলা হয়?
উত্তর: মুআওয়িযাতাইন (দুইটি আশ্রয়দাতা সূরা)।
৭১. জান্নাতের প্রধান দরজার নাম কী?
উত্তর: বাবুর রাইয়ান (যা রোজাদারদের জন্য নির্ধারিত)।
৭২. জিবরাইল (আ.) কতবার কুরআন নাজিলের জন্য আসেন?
উত্তর: অসংখ্যবার, সম্পূর্ণ কুরআন ২৩ বছরে নাজিল হয়েছে।
৭৩. কুরআনের কোন সূরায় পশু-পাখির নাম বেশি আছে?
উত্তর: সূরা আন-নামল (পিপীলিকা বা পিঁপড়া সূরা)।
৭৪. হযরত সুলাইমান (আ.) কোন ভাষায় কথা বলতেন?
উত্তর: মানুষের ভাষাসহ পশু-পাখির ভাষাও বুঝতেন।
৭৫. কুরআনে কতটি জায়গায় সিজদার আয়াত রয়েছে?
উত্তর: ১৪টি।
৭৬. ইসলামে সর্বপ্রথম শহীদ শিশু কে ছিলেন?
উত্তর: হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের (রা.)।
৭৭. কাবা শরিফের ভিতরে সর্বপ্রথম সোনা ও রুপা দ্বারা সাজানো হয় কখন?
উত্তর: আব্বাসীয় খলিফাদের আমলে।
৭৮. হযরত আইয়ুব (আ.) কোন কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন?
উত্তর: চর্মরোগ।
৭৯. ইসলামে প্রথম শহীদ নারী কে ছিলেন?
উত্তর: হযরত সামিয়া (রা.)।
৮০. কুরআনে সর্বপ্রথম নাজিলকৃত শব্দ কী?
উত্তর: "ইকরা" (পড়ো)।